মিলনপুর ইউনিয়নের তেমন কোন ইতিহাস নেই। ইউনিয়নটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার যমুনাশ্বরী নদীর তীরে একটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। মিলনপুর ইউনিয়ন পরিষদের আয়তন -২,৫০০হেক্টর(৬,০০০একর)প্রায়।
মিলনপুর ইউনিয়নে আবাদী জমির পরিমানঃ২,১০০ হেক্টর প্রায়।এবং অনাবাদী জমির পরিমানঃ ৪০০ হেক্টর প্রায়।
নিট আবাদী জমির পরিমানঃ২,১৫০ হেক্টর প্রায়।
ধন্যবাদ*******
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস