Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
ইউপি উন্নয়ন সহায়তা
প্রকল্প শুরু
01/06/2023
বরাদ্দের পরিমাণ (টাকায়)
9,27,000
কাজের বর্ননা

বরাদ্দের অর্থবছর - ২০২২-২০২৩

১। ০৮ নং ওয়ার্ডের গোপালপুর মধ্যপাড়া নদীর পাড় হতে ইলিয়াছের বাড়ী পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণ।

২। ০৬ নং ওয়ার্ডেও তরফ সাদী মৌজার রউফের বাড়ীর পূর্বপার্শ্বে রাস্তায় ইউড্রেণ নির্মাণ।

৩। ১২ নং মিলনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ।

৪। ১২ নং মিলনপুর ইউনিয়নের নিরাপদ মাতৃত্বের জন্য ধাত্রীর সম্মানী ভাতা প্রদান।

৫। ০৭ নং ওয়ার্ডের মানিক বেড়া মৌজার জামে মসজিদ হতে হেদার বাড়ী পর্যন্ত সারফেজ ড্রেন নির্মাণ।

৬। ৩নং ওয়ার্ডের ভারার পাড়া মুরুজ্জামালের বাড়ী  হইতে রেজ্জাকের বাড়ী পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণ।

৭। ০১ নং ওয়ার্ডের খামার বাড়ী মানিকের বাড়ী হইতেনাওডোবা পর্যন্ত পাইপড্রেন নির্মাণ।

৮। ২নং ওয়ার্ডের লালনারপুরমৌজার বকরের বাড়ী হইতে  রাজা মাষ্টারের বাড়ী পর্যন্ত সারফেজড্রেণ নির্মাণ।

৯। ৬ নং তরফসাদী মৌজার মুন্সীপাড়া ওয়াক্তের ঘর হতে মঞ্জুরের বাড়ী পর্যন্ত পাইপড্রেন নির্মাণ।

ডাউনলোড