মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে ১২নং মিলনপুর ইউনিয়ান পরিষদে এর উদ্বোধন হয়েছে। মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম চৌধুরী আজ শনিবার (২০ মার্চ) নিজে ভ্যাকসিন গ্রহণ করে এই কর্মসূচি উদ্বোধন করেছেন।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে ১২নং মিলনপুর ইউনিয়ান পরিষদে করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করেন।
চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম চৌধুরী বলেন- টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের আগে টিকা এনে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার ১২ নং মিলনপুরের সকল ভাই ও বোনদের কে করোনার টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস